আজ || শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

থানায় ব্যর্থ হয়ে আদালতে বিএনপি নেতা আকবর হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা।

উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনসহ ১০ বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে এ মামলা করেন একই উপজেলার মেহেদীপুর গ্রামের মো. স্বপন নামে এক ব্যক্তি।

মামলার অন্য আসামিরা হলেন- মো. মনসুর ভুঁইয়া, ইউসুফ, শাহীন, ইলিয়াস, মিজানুর রহমান, নাসির, জসীম উদ্দীন, আবুল কালাম ও মিলন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে লোহার রড, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বপনকে হত্যার উদ্দেশ্যে বসতঘরে হামলা চালায়। এসময় তারা বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া বাদীর স্ত্রীকে শ্লীলতাহানী ও হত্যার উদ্দেশ্যে গুলি চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলা করতে গেলে আসামীরা প্রভাবশালী হওয়ায় থানা মামলা গ্রহণে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ভুক্তভোগী স্বপনের।

অভিযুক্ত আকবর হোসেন বলেন, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ থাকায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে তার সহযোগী স্বপনকে দিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করে।


Top