দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (২৪ মার্চ) উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সম্প্রসারিত অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন উপজেলা
মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপসকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ। প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষী অংশ নেন।