আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


দাগনভূঞায় পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা

দাগনভূঞা প্রতিনিধি:
পুষ্টির জন্য সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় পুষ্টিসেবা এই কর্মশালার আয়োজন করে। দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা। খাদ্যে সুষম পুষ্টিগুণ ও স্বাস্থ্যে পরিমিত ক্যালরীগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মোঃ ইস্কান্দর নূরী,  সমাজসেবা কর্মকর্তা আইনুল হোসাইন জিলানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ করিম,
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ হাওলাদার, রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

পুষ্টিসেবা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুরাদ হাসান।

ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) এর আয়োজনে ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিার কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, নার্সরা উপস্থিত ছিলেন। জানাগেছে, ২২টি মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় কর্মপরিধির মাধ্যমে পুষ্টিসেবা নিশ্চিত করার জন্য সরকার এ পদক্ষেপ নেয়।


Top