দাগনভূঞা প্রতিনিধি:
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ফেনী জেলার আয়োজনে দাগনভুঞা উপজেলায় ২২শে মার্চ ২১ রমজান দ্বীন খেলাফত রক্ষায় মহামহিম মাওলায়ে আলা প্রাণপ্রিয় মাওলা আলী রাদিআল্লাহু আনহুর মহান শাহাদাত দিবস উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় উক্ত সালাতু সালাম মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফেনী জেলার সাধারণ সম্পাদক হাসান আবরার, সংগঠনের ফেনী জেলা নেতা আল্লামা গোলাম সরওয়ার, মোশাররফ হোসেন মাসুদ, তাহেরুল ইসলাম, মেসবাহউর রহমান, মাঈন উদ্দিন ফয়সাল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সৈয়দ আল্লামা ইমাম হায়াত এর দিশারা আলোকে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যে প্রাণপ্রিয় মাওলায়ে আলাকে যে নিজের ঈমান-দ্বীন-জীবনের মাওলা মনে করে না এবং নূরে রেসালাত পবিত্র আহলে বায়েতের প্রতি প্রাণের উর্ধ্বে ভালোবাসায় তাঁদের পক্ষে ও তাঁদের দুশমনদের বিপক্ষে নয় – সে মুসলিম নয়।
দ্বীন-খেলাফত-ইনসানিয়াতের পুনরুজ্জীবনে তাঁদের জীবন ও শাহাদাতের লক্ষ্য বাস্তবায়নে আমাদের জীবন উৎসর্গীকৃত।