আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


দাগনভূঞায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স’র গ্রাহক সমাবেশ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞায় সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ দাগনভূঞা উপজেলা কার্যালয়ের আয়োজনে গ্রাহক সমাবেশ, বীমাদাবী হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় স্টার রেডিসন কনভেনশন হল এ অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা।

এসময় প্রধান অতিথি জীবন বীমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বীমা জীবন ও সঞ্চয় এশটি গুরুত্বপূর্ণ বিষয়। সঞ্চয়ের মাধ্যমে মানুষের জীবনে আর্থিক অসচ্ছলতাকে দূরে কওে অসহায় জীবনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে পারে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। অন্যান্য দেশের মত বাংলাদেশের অর্থনীতিতেও বীমা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চালু করেছেন। গ্রাহকদের টাকা নিয়ে কোনো ধরনের হয়রানি স্বীকার হতে না হয় সে জন্য অনলাইন ডিজিটাল সেবা চালু করা হয়েছে। বীমা খাতের উন্নয়নে মানুষের আস্থার সংকট কাটিয়ে ওঠাই এই খাতের সংশ্লিষ্ট সকলের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই খাতের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স দাগনভূঞা শাখার জিএম ও ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও চৌধুরী হাট শাখার এজিম ও ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারাধন কুমার বড়ুয়া, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা মডেল শাখা কার্যালয়ের ডিজিএম কামাল হোসেন নিজামী, মহিপাল শাখা কার্যালয়ের এজিএম, নোয়াখালী শাখা কার্যালয়ের ডিজিএম মোঃ ইউসুফ, বেকের বাজার শাখা কার্যালয়ের এজিএম ও ইনচার্জ মোঃ শাহ আলম, সেনবাগ কার্যালয়ের এজিএম ও ইনচার্জ মোঃ ওমর ফারুক ও সোনাইমুড়ী শাখা কার্যালয়ের এজিএম মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে মেয়াদোত্তর বীমাদাবীর ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।


Top