দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন এবং আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।
উপজেলা আইসিটি অফিসার রাশেদুল আলমের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শম্পা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হার- পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়, যারা ১৩২ ক্লাসের ১০০ ক্লাস কমপ্লিট করেছেন। এই প্রশিক্ষণটি নারীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। এসময় বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আজকের এই উদ্যোগ নারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।"এছাড়া, প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আগামী দিনগুলোতে আইটি সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে তাদের পরিবার এবং সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com