আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা, দুঃস্থ মানবতার সেবায়: তালিমুল কুরআন বাহরাইনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার :

দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা, দুঃস্থ মানবতার সেবায়: তালিমুল কুরআন বাহরাইনের সুধী সমাবেশ অনুষ্ঠিত


দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা, দুঃস্থ মানবতার সেবায় তালিমুল কুরআন বাহরাইনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির মোহাররক শহরের আল ইসলাহ হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়,

অনুষ্ঠান সংগঠনের সহ সভাপতি ফেয়ার আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনজুর আহমেদ সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অব ডিরেক্টস এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন,

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ,

লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন,

বাংলাদেশ বিসনেস ফোরামের সহ সাধারণ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন,

বাংলাদেশ বিসনেস কমিটির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, প্রধান আলোচক ছিলেন মো সালাউদ্দিন,

বিশেষ আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলম সহ বাহররাইন বাংলাদেশ কমিউনিটির নেতা এবং রাজনৈতিক অরাজনৈতিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন- যাকাত আল্লাহ তায়ালার নির্দেশিত জীবন বিধানের অন্যতম বুনিয়াদ, আল্লাহপাক রাব্বুল আলামীন কুরআনে কারীমের অনেক জায়গায় ঐাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন, এক আয়াতে আল্লাহতায়ালা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, সূরা নূর: ৫৬।

অন্য আয়াতে আল্লাহতায়ালা বলেন, হে নবী! আমার যেসব বান্দা ঈমান এনেছে, আপনি তাদের বলে দিন, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমার দেওয়া রিজিক থেকে আমারই পথে ব্যয় করে, গোপনে কিংবা প্রকাশ্যে- সে দিনটি আসার আগে, যেদিন কোনো রকম বেচা-কেনা চলবে না, কোনো রকম বন্ধুত্ব কাজে আসবে না।’ সূরা ইবরাহীম: ৩১।

সম্পদ আল্লাহর দান, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, এজন্যই আল্লাহ তায়ালা সম্পদের মালিকের উপর অন্যান্য অভাবী মানুষের প্রয়োজন ও সামাজিক প্রয়োজন পূরণার্থে যাকাতের বিধান আরোপ করেছেন, দান-সাদাকাহ’র প্রতি অণুপ্রাণিত করেছেন,

দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব অপরিসীম, কতিপয় মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়ে গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়, জনসাধারণ দরিদ্রতায় নিমজ্জত হয়,

অভাবের কারণে মানুষের নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটে, এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, ছিনতাই, চুরি-ডাকাতি বেড়ে যায়, পদে পদে বিশৃঙ্খলা দেখা দেয়।

পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রভাবে এক শ্রেণির মানুষ রাতারাতি সম্পদের পাহাড়ের মালিক হয়, আরেক শ্রেণির মানুষ বৈষম্যের শিকার হয়, ধনীরা অতি ধনী আর গরীবরা অতি গরীব হয়।

যদি আমাদের সমাজ ইসলামী অর্থব্যবস্থার আলোকে পরিচালিত হতো তাহলে কেউ রাতারাতি অতি ধনী আর কেউ দৈন্য ও নিগ্রহের শিকার হয়ে অতি গরীব হতো না, অর্থনৈতিক বৈষম্য দেখা দিতো না,

প্রত্যেকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বিরাজ করতো,
ইসলামী অর্থব্যবস্থায় কেউ রাতারাতি অতি ধনী হওয়ার সুযোগ নেই, এ অর্থব্যবস্থায় উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের সীমা চিহ্নিত করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে, লুটপাট, ধোঁকা, প্রতারণা ও জলুমের মাধ্যমে সম্পদ উপার্জনের সকল পথ বন্ধ করে দেওয়া হয়েছে,

ইসলামী অর্থব্যবস্থায় সম্পদ উপার্জিত হয় হালাল উপায়ে, অর্জিত সম্পদ থেকে বাধ্যতামূলকভাবে যাকাত, সদকাতুল ফিত্র ইত্যাদি আদায় করতে হয়, বিত্তবানদের মনে রাখতে হবে, সম্পদ এমনি এমনিতেই অর্জিত হয়নি, শ্রমিকের শ্রম, মেধা, ও মহান আল্লাহতায়ালার কৃপায় অর্জিত হয়েছে,

অর্জিত সম্পদের মধ্যে সমাজের অন্যান্য অভাবী মানুষের অধিকার রয়েছে, এই অধিকার সঠিকভাবে গ্রহীতার হাতে পৌঁছে দেওয়া ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম, ধনীদের সম্পদ থেকে একটি নির্ধারিত অংশ আদায় করাকে ইসলামের পরিভাষায় যাকাত বলা হয়

 

পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা ও মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top