ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে ভুয়া দাবি করে দলটির নেতাকর্মীদের একাংশ শনিবার ১৮ জানুয়ারি ফেনী শহরের ট্রাংক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুর রহমান রতন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আবুল হাসেম বাহাদুর।
দাগনভূঞা পৌর বিএনপির সাবেক সভাপতি সাইফুর রহমান স্বপন, সোনাগাজী পৌর বিএনপির সাবেক আহবায়ক আবুল মোবারক ভিপি দুলাল, জেলা যুবদলের সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহমদ পেয়ার, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক ও জেলা জাসাস নেতা ইসমাইল হোসেন সবুজ প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জেলার এ দুটি উপজেলার ঘোষিত আহবায়ক কমিটি অবৈধ উল্লেখ করে টাকার বিনিময়ে দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের পদ দেয়া হয়েছে উল্লেখ করে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। এ সময় দাগনভূঞা- সোনাগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্ল্যখ্য, ২০২৪ সালের ২২ডিসেম্বর জেলা বিএনপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষর করে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা এবং পৌরসভার নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন। এই আহবায়ক কমিটি ঘোষনার পর জেলা বিএনপি আহবায়ক সহ যুগ্ম আহবায়করা কমিটি প্রসঙ্গে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘোষিত কমিটিকে অবৈধ বলে ঘোষনা দেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com