অনলাইন ডেস্ক :
বাহরাইন দূতাবাসের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ) ফ্লাইট সাসপেনশন লিস্ট হতে বাহরাইন এর নাম প্রত্যাহার করেছে।
৫ জুলাই ২০২১ তারিখে জারিকৃত এই সার্কুলার এ বাহরাইনের নাম গ্রুপ- সি তে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী, বাহারাইন হতে বাংলাদেশ কিংবা বাংলাদেশ হতে বাহারাইনে ফ্লাইট চলাচলের আর কোন বাধা নেই। এবং বাহারাইন হতে বাংলাদেশ ভ্রমণকারীদের ক্ষেত্রে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনের বদলে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন এর অনুমতি দেয়া হয়েছে।
তবে প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই করোনাভাইরাস এর পিসিআর ভিত্তিক নেগেটিভ সার্টিফিকেট দাখিল করতে হবে। এয়ারপোর্টে পৌঁছানোর পর কোন ধরনের উপসর্গ দেখা গেলে সে ক্ষেত্রে পরীক্ষা পূর্বক তাকে অবশ্যই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এ থাকতে হবে।
একই সাথে, ভ্রমণের ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রান্ত শর্ত ও নির্দেশাবলী আগের মতোই বহাল থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে বাহারাইনে আসার ক্ষেত্রে বাহারাইন সরকার কর্তৃক কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য সংক্রান্ত প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com