নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার: মির্জা ফখরুল ইসলাম
বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকার একতফাভাবে ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে। কমিশনের ক্ষমতা কমিয়ে নিজের ক্ষমতা একতরফা করতে চায় সরকার।
বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাবিত আরপিও (ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ) এর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন সরকার করতে চায়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com