বিশেষ প্রতিবেদক:
ফেনীতে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার ৯ নভেম্বর সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ চাড়িপুর অংশের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিশেষ কৌশলে পায়ুপথ দিয়ে অপসারণ করে ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন দ্বীন মোহাম্মদ সাগর ( ১৯), সঞ্চিতা বেগম (২৫) ও খালেদা বেগম (২৭)। আটককৃতরা সকলে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, তল্লাশীর সময় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে বিশেষ কায়দায় পেটের ভেতর করে তারা ইয়াবা পাচার করছে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটে দানাদার বস্তু দেখা যায়। পরবর্তীতে আসামিদের থানায় নিয়ে বিশেষ কৌশলে তাদের পেট থেকে ছোট ছোট পোটলা আকারে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফেনী মডেল থানাধীন এলাকার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে তারা কলা খাওয়ার মাধ্যমে বিশেষ কায়দায় পেটে ইয়াবা বহন করে। পরবর্তীতে পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে তাদের পেটে থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা জানিয়েছে এসব ইয়াবা তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে থাকে। আসামিদের মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি৷
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com