নিজস্ব প্রতিবেদক :
জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আউয়ালকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী ও ১নং আসামি।
এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।
আজ বিকেল ৪টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, গত রোববার বিকেলে ছেলে মাশরাফিকে নিয়ে তার বাবা মোটরসাইকেলে ঘুরছিল। এসময় একজন তার বাবাকে ফোন করে ৩১ নম্বর রোডে যেতে বলে। সেখানে পৌঁছানো মাত্রই মাশরাফির চোখের সামনেই তার বাবাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয় ৬-৭ জন। তারা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। জীবন বাঁচাতে নিহত সাহিনুদ্দিন পাশের একটি গ্যারেজে আশ্রয় নিলে সন্ত্রাসীরা সেখানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com