দাগনভূঞা প্রতিনিধি:
শিক্ষক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা উপজেলা স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শনে গিয়ে একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে মজার সব গল্প শুনান। এসময় তিনি কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মায়ের পরে শিক্ষকদের অবস্থান। কাজেই প্রত্যেক শিক্ষার্থীর উচিত শিক্ষকদের প্রতি সম্মান বজায় রেখে চলা।
শনিবার (১৯ অক্টোবর) সকালে পৌর শহরের পুরাতন থানা রোড এলাকায় জাতীয় পর্যায়ে একাধিকবার চিত্রকলায় বিজয়ী শিক্ষার্থীদের স্বনামধন্য উজ্জীবক আর্ট স্কুল পরিদর্শন করেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি ও উজ্জীবক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গিয়াস উদ্দিন ভূঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থীদের অভিভাবকরা ও অত্র আর্ট স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন ইউএনও নিবেদিতা চাকমা, ইউএনও আরও বলেন,শিক্ষা জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে আমার স্বপ্ন গুলো দেখতে পাই। একদিন তারা বড় বড় অফিসার হবে। দেশ পরিচালনা করবে। বিশ্বজয় করবে। এক কথায় উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেখানেই থাকি শিক্ষার্থীদের সাথে আমার যোগাযোগ থাকবে। আমরা চাই স্বপ্নের সমান বড় হোক তারা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com