ফরিদপুরে প্রকাশ্যে ইউপি সদস্যের ইয়াবা সেবন ছবি ভাইরাল
সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে ইয়াবা সেবনের ভিডিও প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ইউপি সদস্যের নাম মঞ্জুরুল ইসলাম। তিনি সালথা উপজেলার রামকান্তুপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বাহিরদিয়া গ্রামের বাদশা মোল্যার ছেলে।
গত রাতে ইউপি সদস্যের নিজ গ্রাম বাহিরদিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম নামের এক যুবক তার ফেসবুক আইডিতে ইয়াবা সেবনের একটি ভিডিওটি আপলোড দেন। এ সময় তিনি তার স্ট্যাটাসে লেখেন, ফরিদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। ফরিদপুরের সালথা উপজেলার ১ নম্বর রামকান্তুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে (ইয়াবা সম্রাট মঞ্জু) নিজের ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ অর্থ অপার্জনের লক্ষ্যে গাঁজা ও সর্বনাশা ইয়াবার ব্যবসা করে এলাকার যুব সমাজকে দিন দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই জেলা প্রশাসককে সবিনয় অনুরোধ করছি, আপনি অতি দ্রুত ইয়াবা সম্রাট মঞ্জু মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
এ বিষয়ে ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘যে ভিডিওটি ফেসবুকে ভাইরাল করা হয়েছে, সেই ভিডিওটি আমার নয়। আমার গ্রামের প্রতিপক্ষের এক যুবক এই ভিডিওটি শেয়ার করে অপপ্রচার চালাচ্ছে।’
রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আমরাফ আলী লিঠু বলেন, ‘আমার ইউনিয়নের এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয় আমি কিছু বলতে পারব না।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হাসিব সরকার বলেন, ‘আমার ম্যাসেঞ্জারে কয়েকজন ব্যক্তি ওই ভিডিওটি পাঠিয়েছে। আমি দেখেছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবেও জানান তিনি।