আজ || শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, দুই সংবাদকর্মী সহ আহত ১২

ফেনী প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে দুই সংবাদকর্মী ১২জন আহত হয়েছেন।

১৫ সেপ্টেম্বর, রবিবার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ সংলগ্ন ছনুয়া ইউনিয়নের রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। এ ঘটনায় উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আ.লীগ সরকারের পতনের পর থেকে এলাকায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামসহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমনের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী।

এতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম (২৭), ছাত্রদল নেতা রকিবুল আলম সৌরভ (২৩), মেহেদী (২৪), মোতালেব (২২) ও দুই সংবাদকর্মী সহ ১২ জন আহত হন। এরপর পাল্টা হামলায় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসান সুমন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত ছাত্রদল নেতা সৌরভ জানায়, প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করেছে সুমন ও তার সহযোগিরা।

এ ব্যপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য শীর্ষ নেতাদের অবহিত করা হয়েছে। জড়িতদের বিচার দাবিতে শহরের ট্রাংকরোডে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও উপজেলা ছাত্রদলের একাংশ।

ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


Top