আজ || মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীতে আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও মোটরসাইকেল, স্কুটি বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ফেনীতে ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় সভা ও জেলার বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাগণের মাঝে মোটরসাইকেল এবং স্কুটি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক ফেনী জেলার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জানে আলম সুফিয়ান পিএএম এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা।

এসময় প্রধান অতিথি আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচন কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকাসহ দিক নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম প্রমুখ।

উল্লেখ্য, ফেনী জেলায় ৬টি উপজেলায় ৩৯৯টি কেন্দ্রে ১২জন করে মোট ৪ হাজার ৭৮৮ জন আনসার সদস্য আগামী ৭ জানুয়ারি নির্বাচনী দায়িত্ব পালন করবে।

নির্বাচনে দায়িত্ব পালন করতে জেলার ৬টি উপজেলার আনসার ও ভিডিপি  কর্মকর্তাকে ৬টি মোটরসাইকেল ও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্টসহ জেলার বিভিন্ন উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকাদের মাঝে ৭টি স্কুটির চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা।


Top