স্টাফ রিপোর্টার:
সম্প্রতি ফেনী জেলা জাতীয় পার্টির নব ঘোষিত আহবায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবিতে গণপদত্যাগের হুমকি দিয়েছেন জেলার তৃণমূল নেতাকর্মীরা। রোবববার বিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, সাংসদ নাজমা আক্তারের ফেনী শহরস্থ বাসভবনের সামনে এক জরুরী সভায় এই দাবিতে হুমকি দেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা দাবি করেন, ত্যাগী ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিতর্কিত লোকদের দিয়ে ঢাকায় বসে নামসর্বস্ব একটি আহবায়ক কমিটি ঘোষণা দেয়া হয়। এতে ফেনী জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে। এর মাঝে নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে আহবায়ক পদ থেকে অব্যাহতি চেয়ে দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র দেন দলের প্রেসিডিয়াম মেম্বার সাংসদ নাজমা আক্তার। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ তুঙ্গে উঠে। প্রকাশ্য রূপ নেয় তাদের দাবি। সাংসদ নাজমা আক্তার তার আত্মীয়ের একটি সামাজিক অনুষ্ঠানে এলে জেলার ৬ উপজেলা সহ জেলা নেতৃবৃন্দ তার বাসভবনে উপস্থিত হয়ে একটি জরুরী সভার আয়োজন করেন। জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, জেলা সভাপতি, সাংসদ নাজমা আক্তার। সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন, শাহআলম ভুঁইয়া, এডভোকেট সমির কর, হুমায়ূন কবির ভূঁইয়া, ইউছুফ আলী, মিয়া মোহাম্মদ, মজিবুল হক মানিক, মো.আলমগীর হোসেন, শিরিন আক্তার, ফরিদা ইয়াসমিন, মো.বাবলু, জামাল উদ্দিন, সহিদুল ইসলাম, নুরনবী খোন্দকার, মো. বাদল, হাসান রাজা চৌধূরী, রফিকুল ইসলাম, ডালিম ও আতা উল্লাহ আরিফ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, নাজমা আক্তারের নেতৃত্বে ফেনী জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। দলের গঠন তন্ত্র অনুসরণ না করে হঠাৎ করে ঢাকায় বসে একটি আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা নেতৃবৃন্দের উপর বাড়তি বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই চাপিয়ে দেয়া কমিটি তৃণমূল নেতাকর্মীরা কখনো মেনে নিবেননা। উত্তেজিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্তনা দিতে গিয়ে নাজমা আক্তার বলেন, শীঘ্রই তিনি তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের দাবির কথা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে জানাবেন। মহাসচিব ও চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা করে বিদ্যমান সমস্যা নিরসন করা হবে। তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ পত্র দিলেও তৃণমূলের দাবি ও তার প্রাণপ্রিয় সংগঠনের কথা মাথায় রেখে তার সিদ্ধান্ত পূণর্বিবেচনা করবেন। এছাড়া তিনি হুসেইন মুহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান। তিনি আরো বলেন, তৃণমূল নেতাকর্মীদের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে তিনি মুগ্ধ হয়েছেন। দলের জন্য তার সকল ত্যাগ সার্থক হয়েছে। তিনি শেষ নি:শ্বাস পর্যন্ত দলের সাথে ও দলের নেতাকর্মীদের সাথে আছেন এবং থাকবেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com