আবদুল্লাহ আল মামুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন জেলা কমান্ড্যান্ট। মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার ও ভিডিপি সদস্য সদস্যরাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম। এছাড়াও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন ভূইয়া, সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা দিলরুবা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ফেনীতে এবছর ১৪৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সোনাগাজী উপজেলায় ২৩টি ও দাগনভূঞা উপজেলায় ১৯টি পূজামন্ডপ রয়েছে। এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দূর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে। যা আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com