আজ || রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ফেনসিডিলসহ দুই যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ফেনী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম (২৮) ও যুবলীগ কর্মী রাইসুল ইসলাম (২৫)।নাদিম রামপুর সওদাগর বাড়ি ও রাইসুল বন্ধুয়া কালিরহাট এলাকার বাসিন্দা। ৯ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জানতে চাইলে ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানায়, রেজাউল করিম নাদিম সহ দুইজন ফেনসিডিলসহ আটকের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। বিষয়টি সত্য হলে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএনএম নুরুজ্জামান জানান, আজ শুক্রবার রাত ৮টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া সেতু এলাকায় একটি নোহা মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সেটাকে থামানো হয়। গাড়ীতে তল্লাশী করে যুবলীগ নেতা রেজাউল করিম নাদিম ও যুবলীগ কর্মী রাইসুল ইসলামের কাছে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


Top