আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান

আবদুল্লাহ আল মামুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম।

শনিবার (২১ অক্টোবর) ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা, ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন জেলা কমান্ড্যান্ট। মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত আনসার ও ভিডিপি সদস্য সদস্যরাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম। এছাড়াও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  পক্ষ থেকে জেলায় দুর্গা পূজামন্ডপে পর্যাপ্ত পরিমান আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন আছে। আশাকরছি পূজা সুশৃঙ্খল ভাবে আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিতে জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং ফোকাল পারসন গঠন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা ও পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন প্রমুখ।

উল্লেখ্য, ফেনীতে এবছর ১৪৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে পূজা উদযাপন পরিষদ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দূর্গোৎসবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে। যা আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।


Top