আজ || শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু       যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান    
 


ফেনীতে মাদ্রাসা ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

ফেনী প্রতিনিধি :

ফেনীতে আনিশা ইসলাম (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ির ছাদেই তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে ফেনী শহরতলীর কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে আনোয়ার ড্রাইভার বাড়িতে এঘটনা ঘটে। তবে হত্যাকান্ড’র কারন সন্মন্ধে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।এ ঘটনায় জড়িত সন্ধেহে জেঠাত ভাই নিশানকে আটক করেছে পুলিশ।

নিহতের মা ও পুলিশ জানায়, রাত ৮ টার দিকে জেঠাতো ভাই মাদ্রাসা ছাত্র নিশানকে খুজেঁ পাওয়া যাচ্ছেনা শুনে বাড়ীর সকলে খোজাখুজিতে ব্যস্ত হয়ে পড়ে।এসময় তানিশা বাড়ীতে একা ছিলো।একপর্যায় নিশানকে খুজে পাওয়া গেলেও তানিশাকেও ঘরে না পেয়ে ছাদে খুজতে গেলে তার গলা কাটা লাশ দেখতে পায় পরিবার।একপর্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে ব্যবহৃত একটি সেন্ডেল দেখতে পায় পুলিশ।এসময় জানতে পারে জুতোটি নিশানের ছিলো।পরে পুলিশ সন্ধেহজনক ভাবে জেঠাতে ভাই নিশানকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত তানিশা সৌদি প্রবাসী শহীদুল ইসলামের ছোট মেয়ে। সে ফেনী শহরের একটি মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলো।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান,ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশ,ডিবি, রেব,পিবিআই ও সিআইডি সহ একাধিক দল মাঠে কাজ করছে।


Top