বিশেষ প্রতিবেদক:
ফেনীতে অভিনব কায়দায় জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় সোয়া কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ দ্বিজেন ধর নামে এক চোরা কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় পুলিশ সুপার জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে কুমিল্লার দিকে মাদকের চোরাচালান যাচ্ছে। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে জুতার মধ্যে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ১০টি বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে দ্বিজেন ধর জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলেন। তিনি বিগত দিনেও এমন কারবার করেছেন বলে ও জানিয়েছেন পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com