ফেনী প্রতিনিধি:
ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন শ্রমিক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রীজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর মহাসড়কের লেমুয়া এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ঢালাই শ্রমিক বোঝাই পিকআপের সংঘর্ষে ৬ জন নির্মাণ শ্রমিক নিহত হয়, এতে আহত হয় ৯ জন।
জানাগেছে তারা সবাই ফেনী শহরের উত্তর সহদেবপুরে ভাড়া থাকে। নিহতদের বাড়ি উত্তরবঙ্গে বলে জানাগেলেও এখন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com