আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর দাগনভূঞায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা

দাগনভূঞা প্রতিনিধি:

দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও  ২০২১-২২ ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ, মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র ইনস্টিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক।

বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন,
দাগনভূঞা গাইডেন্স আইটি ইনস্টিটিউটের চেয়ারম্যান হাসান আহমেদ, চৌধুরীহাট আল আকসা কম্পিউটার ট্রেনিং ও প্রিন্টিং এর পরিচালক রিয়াজুল ইসলাম, সেবারহাট সাকসেসওয়ে কম্পিউটার সেন্টারের পরিচালক ইমাম উদ্দিন, দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অজয় কুমার দেব, দীপক চন্দ্র শর্মা, ইঞ্জিনিয়ার বাসুদেব মল্লিক, চৌধুরীহাট বি জমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফ প্রমুখ। এছাড়াও শিক্ষক শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণে এ পলিটেকনিক ইনস্টিটিউটের অবদানের কথা স্মরণ করেন। এ পলিটেকনিক ইনস্টিটিউটে এবার ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ ফলাফলে ফেনী জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রথম স্থান অর্জন করেছে।

এসময় বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


Top