আবদুল্লাহ আল মামুন:
প্রবাসীদের মানবিক সংগঠন ‘প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম’ এর কেন্দ্রীয় ও স্থানীয় কমিটি গঠন করা করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে ফোরামের এক সভায় ফোরামের নেতৃবৃন্দরা আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
দুবাই প্রবাসী আলী আশ্রাফ বাবুলকে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সৌদি আরব প্রবাসী নিজাম উদ্দিন রিপনকে সহ সভাপতি ও কাতার প্রবাসী মোঃ ইমরান উদ্দিনকে সাধারণ সম্পাদকসহ ২১ জন বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয় এবং মাঈন উদ্দিন ফরহাদকে আহ্বায়ক ও মাঈন উদ্দিন রিপনকে সদস্য সচিব করে স্থানীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে অত্র বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের প্রধান উপদেষ্টা দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও ফোরামের উপদেষ্টা কামরুল ইসলাম ক্লাইভ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ তাহের পন্ডিত, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু, সমাজসেবক মোঃ সাহাব উদ্দিন, ফোরামের সভাপতি আলী আশ্রাফ বাবুল, সহ সভাপতি নিজাম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান উদ্দিন ও স্থানীয় কমিটির সদস্য সচিব মাঈন উদ্দিন রিপন প্রমুখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, ফোরামের সদস্যরা যেভাবে মিলেমিশে প্রবাসীদের পাশাপাশি এলাকার অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, সেটি সত্যি প্রশংসনীয়। সততার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২০২০ সালে এই মানবিক সংগঠনটির যাত্রা শুরু হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com