আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা সদর ইউনিয়নের ছমিভূঞার হাট থেকে চৌধুরী হাট পর্যন্ত দেড় কিলোমিটার পাকাকরণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের চৌধুরীহাট সংলগ্ন স্থানে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
অনুষ্ঠানে দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নূরুল হুদা হুদন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের চৌধুরী আসিফ, উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ঠিকাদার ফারুক হোসেন স্বপন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহমেদ ও স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এর আওতায় উপজেলার সদর ইউনিয়নের ছমিভূঞারহাট থেকে চৌধুরী হাট সংলগ্ন (১৫০০) মিটার দীর্ঘ সড়কটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে। এ সড়কটির সরকারি অর্থ ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা।