আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনীর দাগনভূঞায় প্রতারণা করে পালিয়ে গেল গৃহবধূ কোহিনূর

বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৩নং ওয়ার্ড) মুজা বেপারী বাড়ির লায়লা আক্তার কোহিনূর (৪১) নামের এক গৃহবধূর প্রতারণার শিকার একই বাড়ির কয়েক পরিবার।

কোহিনূর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মুজা বেপারী বাড়ির প্রবাসী আবদুল ছামাদের স্ত্রী।

ভুক্তভোগী শেফালী আক্তার জানান, কোহিনূর বিভিন্ন এনজিও থেকে লোন নেয়। সেখানে জামিনদার হিসেবে আমার ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে লোন নেয়। এছাড়াও আমার কাছ থেকে হাওলাত হিসেবে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা নিয়েছে এবং বেড়াতে যাবে বলে আমার স্বর্ণালংকার নিয়েগেছে।
প্রতারণার শিকার একই বাড়ির বুলবুলি ও ইয়াছমিন জানান, একই কায়দায় এনজিও থেকে লোন নিয়ে আমাদের ছবি আইডিসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যবহার করে জামিনদার করা হয়। একই এলাকার আরও কয়েকজন জানান, ওই গৃহবধূ বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজন থেকে হাওলাত ও প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গত প্রায় দুই মাস আগে পালিয়ে যায়। ভুক্তভোগী শেফালী আক্তারের স্বামী মোঃ আবুল হোসেন ছোটন জানান, ওই গৃহবধূর প্রতারণার শিকার হয়ে এখন অনেক পরিবার নিঃস্ব হয়েগেছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করব। কোহিনূরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। কেউ তার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে। সন্ধান পেলে নিচের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। (০১৮২৫-২৯৯৯৫৭ আবুল হোসেন ছোটন)।

এবিষয়ে অভিযুক্ত কোহিনূরের দুইটি মোবাইল নাম্বারে বারংবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


Top