আজ || শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
শিরোনাম :
  জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা       ফেনীতে সোয়া কোটি টাকার স্বর্নের ১০টি বারসহ গ্রেফতার ১       ফেনী ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগের জয়       ফেনীর দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       ফেনীর দাগনভূঁঞার ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত       কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ তিনজন আটক       নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইমাম হোসেন নয়ন এর সন্ধান চায় পরিবার    
 


ফেনীর দাগনভূঞায় প্রতারণা করে পালিয়ে গেল গৃহবধূ কোহিনূর

বিশেষ প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৩নং ওয়ার্ড) মুজা বেপারী বাড়ির লায়লা আক্তার কোহিনূর (৪১) নামের এক গৃহবধূর প্রতারণার শিকার একই বাড়ির কয়েক পরিবার।

কোহিনূর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের মুজা বেপারী বাড়ির প্রবাসী আবদুল ছামাদের স্ত্রী।

ভুক্তভোগী শেফালী আক্তার জানান, কোহিনূর বিভিন্ন এনজিও থেকে লোন নেয়। সেখানে জামিনদার হিসেবে আমার ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে লোন নেয়। এছাড়াও আমার কাছ থেকে হাওলাত হিসেবে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা নিয়েছে এবং বেড়াতে যাবে বলে আমার স্বর্ণালংকার নিয়েগেছে।
প্রতারণার শিকার একই বাড়ির বুলবুলি ও ইয়াছমিন জানান, একই কায়দায় এনজিও থেকে লোন নিয়ে আমাদের ছবি আইডিসহ সংশ্লিষ্ট কাগজপত্র ব্যবহার করে জামিনদার করা হয়। একই এলাকার আরও কয়েকজন জানান, ওই গৃহবধূ বিভিন্ন সময় এলাকার বেশ কয়েকজন থেকে হাওলাত ও প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে গত প্রায় দুই মাস আগে পালিয়ে যায়। ভুক্তভোগী শেফালী আক্তারের স্বামী মোঃ আবুল হোসেন ছোটন জানান, ওই গৃহবধূর প্রতারণার শিকার হয়ে এখন অনেক পরিবার নিঃস্ব হয়েগেছে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করব। কোহিনূরকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। কেউ তার সন্ধান দিতে পারলে উপযুক্ত সম্মান করা হবে। সন্ধান পেলে নিচের দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। (০১৮২৫-২৯৯৯৫৭ আবুল হোসেন ছোটন)।

এবিষয়ে অভিযুক্ত কোহিনূরের দুইটি মোবাইল নাম্বারে বারংবার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।


Top