আজ || বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত    
 


ফেনীর দাগনভূঞায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি:
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর ছমিভূঞারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দাগনভূঞা উপজেলা শাখার ইউনিট ম্যানেজার মোঃ হানিফ রাজু’র সভাপতিত্বে ও আবু যোবায়ের রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম সোহেল, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বদরুদ্দোজা মামুন, প্রবাসী রফিকুল আলম ও সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে কাজী ক্রীড়াচক্র দল ১-০ গোলে নবচেতনা ক্রীড়াচক্র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পরিশেষে  বিজয়ী ও পরাজিত দলকে এবং উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


Top