বিশেষ প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যদায় ও নানা আয়োজনে ফেনীর দাগনভূঞায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস
পালিত হয়েছে।
(১৫ আগষ্ট ) শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলা আওয়ামী লীগ।যুবলীগ।স্বেচ্ছাসেবক লীগ।ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সি।উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা জান্নাত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার প্রমুখ।
এ সময় (১৫ আগষ্ট) নিহতদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com