আবদুল্লাহ আল মামুন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দাগনভূঞা পৌরসভার উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৬০ শিশুকে সুন্নতে খতনা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) পৌর কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নূরুল হুদা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, পৌর কাউন্সিলর মোঃ একরামুল হক ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার পক্ষ থেকে শিশুদের মাঝে লুঙ্গি, গেঞ্জি, টুপি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
সুন্নতে খতনা কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর একরামুল হক জানান, ২০১৯ সাল থেকে এ সুন্নতে খৎনা চালু করে পৌরসভা। প্রতিবছরই এ কার্যক্রম চলছে এবং আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com