দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাণীসম্পদ এর উদ্যোগে বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে ২দিন ব্যাপি এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক দাগনভূঞা উপজেলা শাখার প্রিন্সিপাল অফিসার তাপস সেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল
মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রাকিবুল ইসলাম রোমন ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানাগেছে, প্রশিক্ষণ খামারিদের প্রশিক্ষণে গবাদী পশু পালন করে নিজের চাহিদা পূরণ করে আবার ব্যবসা করা। নিজ উদ্যোগে নিজের ব্যাবসা শুরু করে
নিজে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করার উপরে ভিত্তি করে এই বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। উল্লেখ্য,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়
পিজি ও নন পিজি সদস্যদের ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচী গত বুধবার শুরু হয়।
প্রশিক্ষণে প্রকল্পের মাঠ কর্মীসহ প্রশিক্ষণের ৪০ জন সুবিধাভোগী খামারী উপস্থিত ছিলেন।