আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনীর দাগনভূঞায় বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জৈবিক পদ্ধতিতে বিষমুক্ত শাক-সবজি চাষ বিষয়ক ৭দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।

সোমবার (১৮ডিসেম্বর) বিকেলে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীপুর গ্রামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা পুলক দাস।

যুব উন্নয়ন কার্যালয় সূত্র জানায়, প্রশিক্ষনে শাক সবজি উৎপাদনের কলা-কৌশল, বিষমুক্ত নিরাপদ সবজি চাষে রোগ-পোকা দমনে করনীয়, সবজি সংগ্রহসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রশিক্ষণ কোর্সে ৩০জন বেকার যুব ও যুব মহিলা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা স্ব উদ্যোগে আত্মকর্মী হবেন। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করা হবে।


Top