দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার রামানন্দপুর গ্রামের প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রিধান- ৯২ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী মোঃ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক মোঃ ইউছুফ, আবুল হোসেন, আবদুর রশিদ ও নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, কৃষক গ্রুপের জমিতে ২০ বর্গমিটার মাপের জমিতে ব্রিধান ৯২ জাতের বোরো ধান কর্তন করা হয়। কর্তন করে হেক্টর প্রতি ৬.৭৫ মেঃটন ফলন পাওয়া যায়। উপজেলায় এ বছর মোট ৬ হাজর ৫২৯ হেক্টর বোরো ধানের চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদার বলেন, এ বছর অনেক বেশি জমিতে এ ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com