আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনীর দাগনভূঞায় ভূমি সেবা সপ্তাহ শুরু

আবদুল্লাহ আল মামুন:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞায় নানা আয়োজনে পালিত হল ভূমি সেবা সপ্তাহ ২০২৩। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সোমবার (২২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়।

পরে জনসচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস। উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া এর সভাপতিত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মহসিনের সঞ্চালনায় সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন ও বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ প্রমুখ। এসময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২২-২৮ মে, ২০২৩ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে তথ্য বুথ স্থাপন করা হয়েছে। সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের এ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সারা দেশের ন্যায় দাগনভূঞা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। ২০৪১ সালের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যেয় হবে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল লক্ষ্য।

উপজেলা চেয়ারম্যান বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয় না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি সেবা সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ডিজিটাল করেছেন। সাধারণ মানুষ যেনো সেবা পেতে হয়রানি শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন। উল্লেখ্য, আগামী ২২-২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে।


Top