আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটনের পৃষ্ঠপোষকতায় ও হাজী আবদুর রব রুছিয়া ফাউন্ডেশনের আয়োজনে দুধমুখা ছেরাজল হক আদর্শ দাখিল মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে অত্র মাদ্রাসার হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সুপার ও ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বেতুয়া জামেয়া আবু বক্কর (র:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাছুম বিল্লাহ মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি হাফেজ বেলাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুপ ও সমাজসেবক ইস্কান্দার শাহজাদা বাবু প্রমুখ।
এছাড়াও গণমাধ্যমকর্মী, অত্র মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার ও ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম খলিল।