আজ || রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৩১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খিজির আহমদ পলাশের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আবুল বাসার, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী মোঃ ইছমাইল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহোরা খাতুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ইউপি সদস্য, ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইছমাইল।

এসময় বক্তারা বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।


Top