আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনীর দাগনভূঞায় শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের আয়োজনে বুধবার (৩১ মে) বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খিজির আহমদ পলাশের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আবুল বাসার, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী মোঃ ইছমাইল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহোরা খাতুন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় ইউপি সদস্য, ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (র:) উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইছমাইল।

এসময় বক্তারা বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকদেরকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।


Top