দাগনভূঞা প্রতিনিধি:
বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় দাগনভূঞা উপজেলার বৈরাগীরহাট শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈরাগীরহাট ডাঃ নিবারন চক্রবর্তী বাড়ীতে শ্রীশ্রী মহানামযজ্ঞের অধিবাস কীর্তন পরিবেশন, শ্রীমদ্ভাগবত পাঠ, বেদবাণী পাঠ, অধিবাস কীর্তন, রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণসহ লীলা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এতে প্রতিশ্রুত কীর্ত্তনীয়া ছিলেন বরিশাল হতে আগত শ্রী গোপালকৃষ্ণ সম্প্রদায়, পটুয়াখালীর শ্রী নন্দগোপাল সম্প্রদায় এবং সিলেট হতে আগত শ্রী মোহনলাল সম্প্রদায় ও নোয়াখালী হতে আগত শ্রী বলদেব জিউর সম্প্রদায়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন পরিমল চন্দ্র দেবনাথ ও সঞ্জয় চন্দ্র নাথসহ শ্রী চৈতন্য ভাবামৃত সংঘের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত হাজারো ভক্তশ্রোতা উপস্থিত ছিলেন।