আজ || শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


ফেনীর দাগনভূঞা থানায় প্রিন্টার উপহার দিল শহীদ মাসুদ ফাউন্ডেশন

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রিন্টার উপহার দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাসুদ ফাউন্ডেশন। শুক্রবার রাতে থানার ওসির হাতে এ উপহার তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের দিন কিছু দুষ্কৃতকারী দাগনভূঞা থানায় হামলা চালিয়ে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ফলে স্থবির হয়ে পড়ে থানার স্বাভাবিক কার্যক্রম। এ অবস্থায় থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ সারোয়ার জাহান মাসুদের ফুফাতো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ সারোয়ার জাহান মাসুদের ফুফাতো ভাই দাগনভূঞা উপজেলার আহত প্রতিনিধি তার ব্যক্তিগত অর্থায়নে দাগনভূঞা থানায় একটি প্রিন্টার মেশিন ও দুটি সাইনবোর্ড প্রদান করেন।


জুলাই ছাত্র জনতার আন্দোলনে আহত আবদুল্লাহ আল মামুন বলেন,থানার কার্যক্রম স্বাভাবিক রাখতে শহীদ মাসুদ ফাউন্ডেশন উদ্যোগে এবং আমার ব্যক্তিগত অর্থায়নে ওসি মোহাম্মদ লুৎফর রহমানের হাতে  প্রিন্টার মেশিন তুলে দেওয়া হয়। এছাড়াও থানা প্রাঙ্গণে ও বাহিরের গেইটে দুটি বড় সাইনবোর্ড প্রদান করি।
এসময় উপস্থিত ছিলেন
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল মামুন আরমান, শহীদ সরোয়ার জাহান মাসুদের ছোট ভাই ফাউন্ডেশনের সহ-সভাপতি মাসুম আল সামির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা পৌরসভা প্রতিনিধি শাহরিয়ার মান্নান ও  রামনগর ইউনিয়নের ছাত্র প্রতিনিধি রবিউল হাসান অয়ন।

ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, থানার কার্যক্রম চালাতে সবার আগে প্রয়োজন ছিল কম্পিউটারের প্রিন্টার এ মুহূর্তে প্রিন্টার অতীব প্রয়োজনীয় ছিল। কাজগুলো সম্পাদন করতে সহজ হবে।


Top