আজ || বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে হবে ফেনীতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ       রাজাপুর ইউনিয়ন জামায়াতের আমির পূনরায় নির্বাচিত  হয়েছেন মাওঃ মোহাম্মদ আবদুজ জাহের       সাংবাদিক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ       এডিবি’র অর্থায়নে দাগনভূঞায় অসহায়দের মধ্যে বিভিন্ন সহায়তা       ফেনীর দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ       ফেনীর দাগনভূঞায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা       জনবান্ধব ও পেশাদার ওসি’র আরেক নাম, মোহাম্মদ লুৎফর রহমান       যত দ্রুত নির্বাচন দেবেন, জাতির জন্য তা মঙ্গল,ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর       বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       ফেনীতে আনসার-ভিডিপি’র তিন অফিসারের বিদায় সংবর্ধনা    
 


ফেনীর সোনাগাজীতে ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত হলো মাওলানা ঘাট সেতু,উদ্বোধন করেন মাসুদ উদ্দিন চৌধূরী

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে ৭কোটি টাকা ব্যায়ে নির্মিত হলো মাওলানা ঘাট সেতু,উদ্বোধন করেন মাসুদ উদ্দিন চৌধূরী


ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন করেছেন ফেনী-৩ আসন এর সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মাসুদ উদ্দিন চৌধূরী।

(২৩ আগষ্ট) রোববার বিকালে সেতু উদ্বোধনকালে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ভিশন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাবে। উন্নয়নের অংশিদার হিসেবে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।এসময় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম। মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন। বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন।যুবলীগ নেতা আনোয়ার খায়ের উপস্থিত ছিলেন।জানাযায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূরনবী এন্ড হক ট্রেডার্স জেবি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করেছে।৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করেছে। এতে করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে দুটি ইউনিয়নের মানুষদের।এর আগে সংসদ মাসুদ উদ্দিন চৌধুরী দুপুর ২টায় ১নং চর মজলিশপুর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সাংবাদিক এম এ তাহেরের বাড়িতে গেলে এমপি কে ফুল দিয়ে ভরন করে নেন সাংবাদিক এম এ তাহের।এসময় ফেনী ৩ আসনের সংসদ লেপটেন জেনারেল অব মাসুদ উদ্দিন চৌধুরী সাংবাদিক এম এ তাহেরের বাড়িতে নেতা কমীদের নিয়ে দুপুরে লাঞ্চ করেন।


Top