আজ || শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ       ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় বাসা থেকে ডেকে নিয়ে যুবককে পিটুনি, ৬ দিনপর আহত যুবকের মৃত্যু       যে কোন মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে-ফেনীর সোনাগাজীতে জনসভায় তারেক রহমান    
 


ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির অভিষেক: সবুজ সভাপতি-শাকীল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সদস্যদের প্রত্যক্ষ অংশ গ্রহনে জনপ্রতিনিধি,আইনজিবী এবং সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৫ সদস্যের নতুন কমিটি গঠণ অনলাইন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ফেনী বেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমসাময়িক প্রতিদিনের সম্পাদক মন্ডলীর সভাপতি,ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ মিলন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,দৈনিক সমসাময়িক প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রোখসানা ছিদ্দিকী,


চ্যানেল আই জেলা প্রতিনিধি,সাপ্তাহিক ফেনীর রবির সম্পাদক,অবিভক্ত ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রভাত আলো এর সহ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,ফেনী জেলা জর্জ আদালতের আইনজীবী, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ,এনজিও এফএইচডিএফ’র নির্বাহী পরিচালক ও জাতীয় সমাজকল্যান পরিষদের নির্বাহী সদস্য এড, জাহাঙ্গীর আলম নান্টু,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি,সাপ্তাহিক উদয় সম্পাদক সিনিয়র সাংবাদিক সাঈদ খাঁন প্রমূখ।

রিপোর্টারর্স ইউনিটির সিনিয়র সদস্য ফারুক আহমেদ এর সভাপতিত্বে নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যকারও সাংবাদিক গাজী মাসুদ রানা।

এতে এস আলম সবুজ সভাপতি পদে ও মোহাম্মদ শাকিল শাহরিয়ার পুর্নরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

কমিটির নবনির্বাচিত অপর নেতৃবৃন্দ হলেন-১) সহ সভাপতি -মোঃ মিজানুর রহমান-লার্ন নিউজ টোয়েন্টিফোর ডটকম , দৈনিক বাংলাদেশ পরিক্রমা ২)সহ সভাপতি-দিল আফরোজ-দৈনিক দেশের পত্র ৩)সহ সভাপতি-সুমন চন্দ্র ঘোষ-বাংলা ট্রাইবুনাল, জনতার দলিল ৪)সহ সভাপতি এনায়েত উল্যা সোহেল-প্রভাত আলো,টাইমস বাংলা নিউজ ডটকম।

৫)যুগ্ম সাধারন সম্পাদক -আবু মনসুর মজুমদার কমল-ফেনীর প্রয়াস ৬)যুগ্ম সাধারন সম্পাদক-কাওসার আলম-ফেনীর তালাশ,আজকের জনবাণী ৭)সাংগঠনিক সম্পাদক -আশিক হায়দার রাজন-সাপ্তাহিক ফেনীর সমসাময়িক ৮) প্রচার ও প্রকাশনা সম্পাদক -মোঃ ইকবাল হোসেন সাব্বির-টাইমস বাংলা নিউজ,ফেনীর প্রতিদিন,ফুলগাজী নিউজ ডট কম ৯)দপ্তর সম্পাদক -আল মামুন- দৈনিক দেশবার্তা,আলোকিত সকাল ১০) অর্থ সম্পাদক-আলাউদ্দিন সবুজ-দৈনিক স্বদেশ বিচিত্রা

১১) আন্তর্জাতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মো.স্বপন মজুমদার-দৈনিক উত্তরণ। ১২)শিক্ষা বিষয়ক সম্পাদক -মহি উদ্দিন-অনলাইন চ্যানেল বি২৪ ১২) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক–ইন্জিনিয়ার আবুল খায়ের আজাদ-ডেইলি ফেনী ডটকম ১৩) আপ্যায়ন সম্পাদক-রাজিব দাস-দৈনিক আমার সংবাদ ১৪) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – ১৫) গবেষণা সম্পাদক – ১৬) সহ সাংগঠনিক সম্পাদক-ফজলুল করিম হৃদয়, আজকেরবাংলাদেশ২৪.কম ১৭) সহঃ প্রচার সম্পাদক-ইসমাইল হোসেন-বিচিত্র খবর ১৮) সহঃ দপ্তর-

১৯) নির্বাহী সদস্য সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া-বিচিত্র খবর,আজকের সূর্যোদয় ২০) নাট্যকার
গাজি মাসুদ রানা-চ্যানেল বি২৪ ২১) ছালাহ উদ্দিন-বাংলাদেশ সমাচার,খবরপত্র,ফেনীর কন্ঠস্বর ২২) মোঃ শরিয়ত উল্যাহ রিফাত-ডেইলি ফেনী ডটকম,দৈনিক বাংলাদেশের খবর ২৩) জসিম উদ্দিন ফরাজী- দৈনিক ডেসটিনিও আলোকিত সময় ২৪ডটকম, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ২৪) এড়ভোকেট মোহাম্মদ শারিদ-ফেনী নিউজ টুয়েন্টিফোর ২৫) জহিরুল ইসলাম রাজু-ফুলগাজী নিউজ ডটকম,তৃতীয়মাত্রা,প্রভাত আলো।

কার্যকরি সদস্য

১) সাখাওয়াত হোসেন- সত্যের অনুসন্ধান ২৪ডটকম ২)মিরাজ উদ্দিন হৃদয়- খবর প্রতিদিন
৩)কামরুল হক সৌরভ- দৈনিক নয়াপয়গাম
৪)আহছান আবিদ-ফেনী নিউজ টুয়েন্টিফোর।
৫)জাফর ইমাম রতন-সাপ্তাহিক ফেনীর প্রতিক্রিয়া, ৬)আরমিনা ফেরদৌস আইরিন-বিচিত্র খবর ডটকম ও ৭)ফরহাদ চৌধুরী -সাপ্তাহিক অণির্বান।

উল্লেখ্য,ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করার পর

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন ।

 


Top