আজ || বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ       দুই উপজেলা কমিটি বাতিলের দাবিতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ       ফেনীতে জুমার নামাজ পড়ালেন কাবা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী       ১৭ বছর পর কারাগার থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর       চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করেছে বিএসএফ       পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ       সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা       ফেনীতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত       বাহরাইনে বুসরা কন্ট্রাক্টিং এন্ড ম্যান পাওয়ার এর উদ্যোগে নৈশভোজ অনুষ্ঠিত    
 


ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির অভিষেক: সবুজ সভাপতি-শাকীল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক :

ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সদস্যদের প্রত্যক্ষ অংশ গ্রহনে জনপ্রতিনিধি,আইনজিবী এবং সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৫ সদস্যের নতুন কমিটি গঠণ অনলাইন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ফেনী বেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমসাময়িক প্রতিদিনের সম্পাদক মন্ডলীর সভাপতি,ফেনী জেলা ক্রিড়া সংস্থার সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ মিলন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,দৈনিক সমসাময়িক প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক রোখসানা ছিদ্দিকী,


চ্যানেল আই জেলা প্রতিনিধি,সাপ্তাহিক ফেনীর রবির সম্পাদক,অবিভক্ত ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রভাত আলো এর সহ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,ফেনী জেলা জর্জ আদালতের আইনজীবী, ফেনী জেলা এনজিও ফেডারেশনের সাবেক চেয়ারম্যান ,এনজিও এফএইচডিএফ’র নির্বাহী পরিচালক ও জাতীয় সমাজকল্যান পরিষদের নির্বাহী সদস্য এড, জাহাঙ্গীর আলম নান্টু,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি,সাপ্তাহিক উদয় সম্পাদক সিনিয়র সাংবাদিক সাঈদ খাঁন প্রমূখ।

রিপোর্টারর্স ইউনিটির সিনিয়র সদস্য ফারুক আহমেদ এর সভাপতিত্বে নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যকারও সাংবাদিক গাজী মাসুদ রানা।

এতে এস আলম সবুজ সভাপতি পদে ও মোহাম্মদ শাকিল শাহরিয়ার পুর্নরায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

কমিটির নবনির্বাচিত অপর নেতৃবৃন্দ হলেন-১) সহ সভাপতি -মোঃ মিজানুর রহমান-লার্ন নিউজ টোয়েন্টিফোর ডটকম , দৈনিক বাংলাদেশ পরিক্রমা ২)সহ সভাপতি-দিল আফরোজ-দৈনিক দেশের পত্র ৩)সহ সভাপতি-সুমন চন্দ্র ঘোষ-বাংলা ট্রাইবুনাল, জনতার দলিল ৪)সহ সভাপতি এনায়েত উল্যা সোহেল-প্রভাত আলো,টাইমস বাংলা নিউজ ডটকম।

৫)যুগ্ম সাধারন সম্পাদক -আবু মনসুর মজুমদার কমল-ফেনীর প্রয়াস ৬)যুগ্ম সাধারন সম্পাদক-কাওসার আলম-ফেনীর তালাশ,আজকের জনবাণী ৭)সাংগঠনিক সম্পাদক -আশিক হায়দার রাজন-সাপ্তাহিক ফেনীর সমসাময়িক ৮) প্রচার ও প্রকাশনা সম্পাদক -মোঃ ইকবাল হোসেন সাব্বির-টাইমস বাংলা নিউজ,ফেনীর প্রতিদিন,ফুলগাজী নিউজ ডট কম ৯)দপ্তর সম্পাদক -আল মামুন- দৈনিক দেশবার্তা,আলোকিত সকাল ১০) অর্থ সম্পাদক-আলাউদ্দিন সবুজ-দৈনিক স্বদেশ বিচিত্রা

১১) আন্তর্জাতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক- মো.স্বপন মজুমদার-দৈনিক উত্তরণ। ১২)শিক্ষা বিষয়ক সম্পাদক -মহি উদ্দিন-অনলাইন চ্যানেল বি২৪ ১২) তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক–ইন্জিনিয়ার আবুল খায়ের আজাদ-ডেইলি ফেনী ডটকম ১৩) আপ্যায়ন সম্পাদক-রাজিব দাস-দৈনিক আমার সংবাদ ১৪) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – ১৫) গবেষণা সম্পাদক – ১৬) সহ সাংগঠনিক সম্পাদক-ফজলুল করিম হৃদয়, আজকেরবাংলাদেশ২৪.কম ১৭) সহঃ প্রচার সম্পাদক-ইসমাইল হোসেন-বিচিত্র খবর ১৮) সহঃ দপ্তর-

১৯) নির্বাহী সদস্য সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া-বিচিত্র খবর,আজকের সূর্যোদয় ২০) নাট্যকার
গাজি মাসুদ রানা-চ্যানেল বি২৪ ২১) ছালাহ উদ্দিন-বাংলাদেশ সমাচার,খবরপত্র,ফেনীর কন্ঠস্বর ২২) মোঃ শরিয়ত উল্যাহ রিফাত-ডেইলি ফেনী ডটকম,দৈনিক বাংলাদেশের খবর ২৩) জসিম উদ্দিন ফরাজী- দৈনিক ডেসটিনিও আলোকিত সময় ২৪ডটকম, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ২৪) এড়ভোকেট মোহাম্মদ শারিদ-ফেনী নিউজ টুয়েন্টিফোর ২৫) জহিরুল ইসলাম রাজু-ফুলগাজী নিউজ ডটকম,তৃতীয়মাত্রা,প্রভাত আলো।

কার্যকরি সদস্য

১) সাখাওয়াত হোসেন- সত্যের অনুসন্ধান ২৪ডটকম ২)মিরাজ উদ্দিন হৃদয়- খবর প্রতিদিন
৩)কামরুল হক সৌরভ- দৈনিক নয়াপয়গাম
৪)আহছান আবিদ-ফেনী নিউজ টুয়েন্টিফোর।
৫)জাফর ইমাম রতন-সাপ্তাহিক ফেনীর প্রতিক্রিয়া, ৬)আরমিনা ফেরদৌস আইরিন-বিচিত্র খবর ডটকম ও ৭)ফরহাদ চৌধুরী -সাপ্তাহিক অণির্বান।

উল্লেখ্য,ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করার পর

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সাথে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন ।

 


Top