মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘ বসন্ত বরণ উৎসব – ১৪৩০’। সকাল ১১ টায় উৎসব মুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব শুরু হয়ে দিনভর চলতে থাকে।
ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বসন্ত উৎসবের উদ্বোধন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রণক মোহাম্মদ হারুন আল রশীদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ শাহ আলম সহ বিভাগীয় প্রধান, ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জামালউদ্দীন আহমদ সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান। ইউনিভার্সিটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে তিনি বসন্ত বরণ উৎসবের সব স্টল পরিদর্শন করেন।
স্টলে বেচাকেনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবকে প্রানবন্ত করে রাখেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।