আজ || রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনী ইউনিভার্সিটিতে ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটিতে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (বিওয়াইএলসি) ক্যারিয়ার এক্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গত ৩১ মে ও ১ জুন দুইদিন ব্যাপি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলায়তনে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ মুটিং সোসাইটির (ফুলমস) সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনমূলক ও চাকরি বাজারে নিজেদের এগিয়ে নেয়ার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রোগ্রামে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তাসফিয়া তাসনিম দিশি (সিনিয়র এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিওয়াইএলসি), আব্দুল্লাহ আল মামুন সানি (এক্সিকিউটিভ, লিডারশীপ ডেভেলপমেন্ট এন্ড টিচিং, বিওয়াইএলসি), হাবিবা তাসনিম (এক্সিকিউটিভ, অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট,বিওয়াইএলসি )
আরাফাত ইসলাম (এক্সিকিউটিভ, রিসার্চ মনিটরিং এন্ড ইভুলেশন বিওয়াইএলসি), তওসিফ এ জাওয়াদ (প্রফেশনাল ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, বিওয়াইএলসি)

উল্লেখ্য, ইউনিভার্সিটির ৯০ জন নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটির ৬ টি সেশন অনলাইনে ও ২টি সেশন অফলাইনে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে লিডারশীপ, প্লানিং, সিভি রাইটিং, ইন্টারভিউ, টিমওয়ার্ক, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, ক্যারিয়ার প্লানিংসহ চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


Top