মো. স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সকালে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভাগীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর তাঁদের মতামত প্রকাশ করেন। এছাড়াও, সম্মেলনে আইন বিভাগের স্টুডেন্টস' ফোরাম, মুটিং সোসাইটি এবং ব্লাড সেলের বর্তমান কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের দায়িত্ব অর্পণ করে অত্র বিভাগের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।
আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে ও অত্র বিভাগের প্রভাষক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজ শাহীন, প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রভাষক কাজী তাসনিম জাহান, প্রভাষক মাধবী পাল, প্রভাষক উম্মে হাবিবা জিতু, প্রভাষক তানজিলা মুবাশ্বিরা।
স্টুডেন্টস' ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইসফার-উজ-জামান, বর্তমান সাধারণ সম্পাদক সৈকত হোসেন সজীব, ব্লাড সেলের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মিয়াজীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com