আজ || শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে কূটনৈতিক সম্পর্ক জোরদারে ৫৪-তম স্বাধীনতা দিবসের সংবর্ধনা       ফেনীর দাগনভূঞায় ছোট ফেনী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ, জরিমানা       ফেনীর দাগনভূঞায় খামারীদের মাঝে ঘাস কাটার যন্ত্র ও সাইলেজ তৈরির উপকরণ বিতরণ       রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন    
 


ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক “পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন” এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ইইই বিভাগ “ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট” পরিদর্শনে যায়।

 

আজ (৩ নভেম্বর, ২০২৩) সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত ডিপার্টমেন্টের মোট ৩৩ জন শিক্ষার্থী এবং সকল শিক্ষক উক্ত পাওয়ার প্ল্যান্টে অবস্থান করেন। এই সময়ে পাওয়ার প্ল্যান্টের উপস্থিত শিফট ইঞ্জিনিয়ারগণ সকল শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন অংশে অবস্থিত বিভিন্ন যন্ত্রাংশ বিস্তারিত বর্ণনা করেন। পরিদর্শন চলাকালে, ডরিন ১১ মেগা-ওয়াট পাওয়ার প্ল্যান্ট, ফেনীর প্ল্যান্ট ম্যানেজার, হুমায়ুন কবীর ডিপার্টমেন্টকে সার্বিক সহায়তা করেন।

পাওয়ার প্ল্যান্টে অবস্থিত জেনারেটর ইউনিট, জেনারেটর কন্ট্রোল ইউনিট, সুইচগিয়ার ইউনিট, ট্রান্সফর্মার, সাব-স্টেশন ইত্যাদি অংশ শিক্ষার্থীদের বাস্তবিক এবং গভীরভাবে দেখানো হয়। তড়িৎ প্রকৌশল (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্গত পাওয়ার সিস্টেম এনালাইসিস ল্যাব কোর্সের আওতায় এই ট্যুর এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বই এর পাতা থেকে যে জ্ঞান লাভ করে, তা তারা সরেজমিনে দেখে আরো ভালোভাবে রপ্ত করার সুযোগ পাবে। সেই সাথে ভবিষ্যতে তারা এই খাতে দক্ষ জনবল হিসাবে নিজেদের গড়ে তোলার উৎসাহ পাবে, উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অনেক কৃতী সাবেক শিক্ষার্থীবৃন্দ বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।


Top