আজ || সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন       যুক্তরাজ্য কৃষক দল শাখার সদস্য সচিব শাহ মো. ইব্রাহিম বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান       বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ড. ইউনূস: বললেন ইলন মাস্ক       বাহরাইনে আল জিয়ানী সেন্টারের উদ্যোগে ১০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত       ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় মর্মান্তিক দূর্ঘটনায় নিহত ৬,আহত-৯       ফেনীর দাগনভূঞায় পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু       ফেনীর দাগনভূঞায় সিদীপ’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প       আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত       ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ    
 


ফেনী ইউনিভার্সিটির ইইই ডিপার্টমেন্টের ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন

মো.স্বপন মজুমদার:

ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এক “পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন” এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে ইইই বিভাগ “ডরিন ১১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট” পরিদর্শনে যায়।

 

আজ (৩ নভেম্বর, ২০২৩) সকাল ১০:১৫ থেকে দুপুর ১২:১৫ পর্যন্ত ডিপার্টমেন্টের মোট ৩৩ জন শিক্ষার্থী এবং সকল শিক্ষক উক্ত পাওয়ার প্ল্যান্টে অবস্থান করেন। এই সময়ে পাওয়ার প্ল্যান্টের উপস্থিত শিফট ইঞ্জিনিয়ারগণ সকল শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন অংশে অবস্থিত বিভিন্ন যন্ত্রাংশ বিস্তারিত বর্ণনা করেন। পরিদর্শন চলাকালে, ডরিন ১১ মেগা-ওয়াট পাওয়ার প্ল্যান্ট, ফেনীর প্ল্যান্ট ম্যানেজার, হুমায়ুন কবীর ডিপার্টমেন্টকে সার্বিক সহায়তা করেন।

পাওয়ার প্ল্যান্টে অবস্থিত জেনারেটর ইউনিট, জেনারেটর কন্ট্রোল ইউনিট, সুইচগিয়ার ইউনিট, ট্রান্সফর্মার, সাব-স্টেশন ইত্যাদি অংশ শিক্ষার্থীদের বাস্তবিক এবং গভীরভাবে দেখানো হয়। তড়িৎ প্রকৌশল (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্গত পাওয়ার সিস্টেম এনালাইসিস ল্যাব কোর্সের আওতায় এই ট্যুর এর আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা বই এর পাতা থেকে যে জ্ঞান লাভ করে, তা তারা সরেজমিনে দেখে আরো ভালোভাবে রপ্ত করার সুযোগ পাবে। সেই সাথে ভবিষ্যতে তারা এই খাতে দক্ষ জনবল হিসাবে নিজেদের গড়ে তোলার উৎসাহ পাবে, উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অনেক কৃতী সাবেক শিক্ষার্থীবৃন্দ বিদ্যুৎ খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন।


Top