আজ || বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
শিরোনাম :
  রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত       দাগনভূঞায় জে.কে ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ       সৌদি আরবের সঙ্গে মিল রেখেই বাহরাইনে ঈদুল ফিতর উদযাপন       শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছেন কুমিল্লা প্রবাসী কল্যান ফোরাম বাহরাইন       বাহরাইনে আদনান গেইট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ       দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার       ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত       দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ       দাগনভূঞায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ    
 


ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে বিজয় দিবস উদযাপন

মো. স্বপন মজুমদার:

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করল ফেনী ইউনিভার্সিটি। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। পরে ইউনিভার্সিটির উপাচার্যের নেতৃত্বে শহরের জেল রোডস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান আব্দুর রইস কাইজার, সম্মানিত মেম্বার সেক্রেটারি এ এস এম তবারক উল্ল্যাহ চৌধুরী বায়েজীদ, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মেহেরাজুল করিম মানিক, ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার প্রফেসর তায়বুলহকসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা।পরে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভায় ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মেহেরাজুল করিম মানিক বলেন, বিজয় দিবস আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, জাতি হিসেবে আমাদের অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করা।

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে জাতির ভাগ্যাকাশে উদিত হয় নতুন সূর্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টি, উনসত্তর, এবং সত্তর পেরিয়ে বাঙালির সংগ্রাম চূড়ান্ত রূপ নেয় একাত্তরে। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা আর ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে অবশেষে আসে বিজয়ের মাহেন্দ্রক্ষণ। এই দিনটি বিশ্ববাসীকে জানিয়ে দেয় বাঙালির শৌর্য, বীরত্ব আর আত্মপরিচয়ের জয়গান।

আইন বিভাগের ৩১ তম ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান জেহাদ ও সানজিদা জান্নাত সায়মার যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ হারুন আল রশীদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব শাহ আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক জনাব সোহরাব হোসেন, ইউনিভার্সিটি প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আয়াতুল্লাহ, ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান আহমেদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব সামি উল হক।

এসময় ইউনিভার্সিটি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Top