মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫" উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। (২৬ মার্চ, ২০২৫) সকাল ৯.০০ টায় জাতীয় পতাকা ও ফেনী ইউনিভার্সিটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর তায়বুল হক।
জাতীয় পতাকা উত্তোলন শেষে ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমবেত হয়ে মিছিল সহকারে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে ইউনিভার্সিটি প্রাঙ্গণে ফিরে এসে আলোচনা সভায় যোগ দেন।
পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা আরম্ভ হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর তায়বুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সচিব ডা. এ.এস.এম তবারক উল্লাহ চৌধুরী (বায়েজিদ)।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ.এস.এম তবারক উল্লাহ চৌধুরী (বায়েজিদ) ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালির উপর যে বর্বরতা চালায় তা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে প্রফেসর তায়বুল হক বলেন, বারবার রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করলেও গত ৫৪ বছরে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেনি। আলোচনা সভার আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান কাজী মনিরুল আলম তার বক্তব্যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অখন্ডতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
এতে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ মাহাবুব-উল-আলম, FURC এর সহকারী পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাসান আহমেদ। শিক্ষার্থীদের মধ্য থেকে আইন বিভাগের ছাত্র কাজী সৈকত হোসেন সজীব এবং ইংরেজী বিভাগের ছাত্রী সায়মা আক্তার সাম্মী বক্তব্য রাখেন।
পুরো অনুষ্ঠানজুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান জিহাদ ও সানজিদা জান্নাত সায়িমা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com