মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেইস, মিউজিক্যাল চেয়ার, লুডু, হাড়ি ভাঙ্গাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ। এসময় তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপাদান।
শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। ফেনী ইউনিভার্সিটি শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদ,
ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুসসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com