মো.স্বপন মজুমদার:
সম্প্রতি ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ এবং রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এর অংশ হিসেবে ফেনী ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের পক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম ও রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড এর পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
ফেনী ইউনিভার্সিটর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ প্রদান এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডকে গবেষণা ও ব্যবসায় সম্পর্কিত সমস্যার সমাধানে সহযোগিতা প্রদানের উপর সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্বারকের উদ্যোগ গ্রহণ করেন ফেনী ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের পক্ষে জ্যেষ্ট প্রভাষক মোস্তফা মামুন হায়াত এবং রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের পক্ষে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তানভির কাশেম।
উল্লেখ্য, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড চট্টগ্রাম বিভাগের অন্যতম বৃহৎ কো-অপারেটিভ প্রতিষ্ঠান যাদের প্রধান কার্যালয় সহ চট্টগ্রামে দশটি শাখা রয়েছে।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com