মো.স্বপন মজুমদার:
ফেনী ইউনিভার্সিটি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের উদ্যোগে মিট এন্ড গ্রিট অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে মিট অ্যান্ড গ্রিটসহ সিএসই ক্যারিয়ার নিয়ে আলোচনা,রোবোটিক্সের উপর সেশন,৩২তম ব্যাচকে বরণ এবং সিএসই গার্লস কমিউনিটি কতৃর্ক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি সিএসই ডিপার্টমেন্টের ৩২ তম ব্যাচকে স্বাগতম জানান এবং ইউনিভার্সিটির বিভিন্ন নিয়ম কানুন মেনে চলার জন্য আহ্বান জানান।পরিশেষে সিএসই ডিপার্টমেন্টের এমন দারুন উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন।
সিএসই ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান বুশরাত জাহানের সভাপতিত্বে ও সিএসই ডিপার্টমেন্টের ৩২তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাল সাবিল হাই সঞ্চালনায় কিনোট স্পিকার হিসেব উপস্থিত ছিলেন এডভাইজার প্রফেসর ড. মোহাম্মাদ সামসুল আরেফিন। তিনি সিএসই ক্যারিয়ারের উপর আলোচনা করেন।
দ্বিতীয় সেশনে কুমিল্লা ইউনিভার্সিটির থেকে রোবোটিকস টিম সিএসই রোবোটিকস ক্লাবের সদস্যদের LFR প্রতিযোগিতার উপর একটি ২ ঘন্টার সেশন পরিচালনা করেন।
এতে প্রফেসর মোহাম্মদ জাবেদ হোসাইন, সিএসই ডিপার্টমেন্টের প্রভাষক ও আয়োজক কমিটির আহবায়ক আবু রায়হান, প্রভাষক মরিয়ম আক্তার, প্রভাষক সাজ্জাদ হোসেন মজুমদার,ল্যাব টেকনিক্যাল অফিসার আব্দুর রহমান রিয়াদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, পিঠা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com