ফেনী জেনারেল হাসপাতালের আরএমও করোনায় আক্রান্ত হয়েছেন!
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ ইকবাল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া হাসপাতালটির আরো ৫ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার(১১ আগস্ট) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ৪৫ জনের প্রতিবেদন আসে।এতে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জনই হাসপাতালে কর্মরত। আরএমও ইকবাল হোসেন ছাড়াও অন্যরা হলেন ল্যাব টেকনেশিয়ান আনোয়ার হোসেন রুবেল, অফিস সহকারী কাম হিসাব রক্ষক খায়রুল বাসার মজনু, ফার্মাসিষ্ট পেয়ারা বেগম, ওয়ার্ড মাস্টার নুরুন নবী। আরএমও ডা. মো: ইকবাল হোসেন ভূঞা জানান, রবিবার থেকে অসুস্থবোধ করলে সোমবার নমুনা দেন। মঙ্গলবার তার করোনা পজেটিভ আসে। বর্তমানে জ্বর ও শরীর ব্যথা রয়েছে। সুস্থতার জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন। হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, এ পর্যন্ত ৬ জন মেডিকেল অফিসার, একজন কনসালটেন্ট, ৪ জন নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ১২ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের অনেকে সুস্থ্য হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। আবার অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছেন। পরিসংখ্যানবিদের অতিরিক্ত দায়িত্ব পালন কালে স্বাস্থ্য শিক্ষাবিদ মোমিনুল ইসলাম মজুমদার আক্রান্ত হয়ে মারা গেছেন।
সম্পাদক মো. দুলাল মিয়া নির্বাহী সম্পাদকঃ মো.স্বপন মজুমদার বার্তা সম্পাদক এম.এ তাহের অফিস ১৯৫ ফকিরাপুল প্রথম গলি রহমান ম্যানশন (৩য় তলা) মতিঝিল ঢাকা ১০০০ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর মুখপএ যোগাযোগ ও নিউজ এর জন্য ইমেল uttaron24@gmail.com সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০৭- ২০২০ দৈনিক উত্তরণ এ প্রকাশিত কোনও সংবাদ. তথ্য.ছবি কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
zahidit.com